যুগের হাত ধরে হাঁটতে হাঁটতে
জীবনের দুর্গম পথে কেটেছে হাজার বছর
যে চলায় কোনো কোনো আনন্দ নেই
নেই কোনো বিরাম আছে কিছু স্বপ্ন অসুম্পূর্ণ
আছে কিছুই না পাওয়ার বেদনা
হেসে হেসে সহ্য করা কিছু একান্ত নিরব ব্যথা
কিছু লুকুনো চোখের জল কিছু কষ্ট
চলতে চলতে পরিনত হলাম নির্বোধ পাষাণে
কারো কষ্ট কারো কান্না,মান অভিমান
কোনো কিছুতেই আজ মন কাদে না,আমি নির্বাক
জীবন পথের খরাতাপে আমাকে বানালো
স্মৃতি বোধ.আবেগ হীন মানুষ,এক নিরেঠ পাথর
_________
টি,কে,এম,আজীমি,