আবার তোমায় ভালবাসবো আমি
পৃথিবী ধুসর হওয়ার আগে
জীবনের তানপুরার সুর মূর্ত হবে
তখন না হয় খুলে দিও নিভৃত জানালা
আমি আসব পাখিদের কোলাহলে ভেসে জোনাকির বেশে
আবার তোমায় ভালবাসবো আমি
শিশিরে শরীর ছুঁয়ে যাওব সমূজ্বল ভোরে
যখন সাঙ্গ হবে অলির নাচ কাকনে ফুলে ফুলে
যখন ঝরে যাবে শেষ পাতা শিশির সিক্ত হয়ে
দেখবে চেয়ে তোমার আঁচলে জড়িয়ে আছি ঘাঁশফুল হয়ে
আবার তোমায় ভালবাসবো আমি
নদীর স্রোত যখন ঢলে যাবে অস্তগামী সুর্যের পলকে
দেখবে চেয়ে চাঁদ পরেছে খসে ছাদনা তলায়
নিস্তব্ধতার সিঁড়ি বেয়ে আসবো নিরবে
মনের জরতা ছেড়ে রহিবো উদাহু বাড়িয়ে
তখন পাবে আমার অস্তিত্ব ঘন কালো ছায়াতে মনের গহিনে
_________
টি,কে,এম,আজীমি