<> <> <>
------------
একটু আশা আর একটু চাওয়া তো ছিল তোমার কাছে
এর চেয়ে বেশি কিছু তো নয়, তোমাকে ভেবেছি
চারু শিল্পের দেবী অ্যাথিনী রূপে
ভাঙ্গা খেঁয়া নৌকা নিয়ে তাই
দিচ্ছি পাড়ি সময়ের সাগরে
হঠাৎ কেন এমন হলো আমার
জানি প্রশ্ন থাকবে তোমার থাকেই পারে
তুমি বলবে হয়তো হঠাৎ...আমি বলি
সেইতো সাত সকালে সুর্য উঠার কালে
তোমাকে দেখেই ঘুম ভেংগেছিল আমার
কতনা কামিনী যামিনী গেছে হেঁটে
মিথ্যের অলিগলি চোরাবালি পথে
হারিয়ে গেছে গন্তব্য ও ঠিকানা হীন
নিরুদ্দেশে পাঠানো বেয়ারিং চিঠির মতন
কারো গন্ধ আমাকে টানেনি একান্ত কাছে
সিক্ত হইনি কারো গল্পগানে তন্দ্রা বিলাপে
বিন্দু বিন্দু প্রেমের প্রলেপে তুমি করেছ আমাকে ধন্য
স্বার্থ হীন সুখ দিয়ে করেছ আমায় মুকুট হীন সম্রাট
আমারতো দেবার কিছুই নেই অতি নগন্য জীবক আমি
প্রেমহীন পাত্র ছিল শূন্য এত দিন,এখন ভরলে তুমি
_________
টি,কে,এম,আজীমি