<> <>
--------
পাতায় পাতায় লিখে যাই যত জীবনের সব গল্প
সব টুকু যে বাস্তব নয় কল্পনাও আছে অল্প
দিবস রজনী লিখিতে লিখিতে যখন হই ক্লান্ত
পিছে ফিরে দেখি রয়েছে ভরে জীবনে অনেক ভ্রান্ত
পিছনে ফেলে এসেছি কত যে বন্ধু অনেক মধুর স্মৃতি
রয়েছে জীবনে অনেক গল্প যার টানা হয়নি ইতি
প্রথম প্রেমের গল্পকথা সেই মান ভাঙ্গানোর অভিযান
অনেক চেয়েও পারিনি আজও ভাঙ্গাতে সেই অভিমান
নিরুপায় হয়ে পালিয়ে এসেছি ছন্ন ছাড়া পর বাসে
তার প্রতিচ্ছবি ভেসে উঠে আজও পদে পদে নিঃশ্বাসে
বাবার হাত দুটো ধরে বলেছিলাম দেখবে তোমার ছেলে
মুক্ত আকাশে উড়ে বেড়াবে কবিতার ডানা মেলে
পুরো হয়নি সেই প্রতিজ্ঞা চিরতরে বাবা চলে গেলো
আজও আছি পরে প্রবাসের পথে জীবন এলোমেলো
এখন ভাবি হায় এই ভাবে যদি জীবন কেটে যায়
এর নাম জীবন, এরি নাম স্মৃতি, এরি নাম নিরুপায়
_________
টি,কে,এম,আজীমি