<> <> <> <>
-----------------
আমাকে একটু হাসি ধার দেবে
সেই কবে যে শেষ বারের মত হেসে ছিলাম মনে পরছে না
এলো কত প্রভাত সুবাস ছড়িয়ে কাননে
আসেনি কেউ অনুবর্তিতা হাতে কভু আমার নিদ্রা ভাঙ্গতে  
এইভাবে কেটে গেল কত বসন্ত
মাখেনি কেউ ফাগুনের রং আমার মনের রঙহীন প্রাচীরে
কেটে গেল কত চোখ ভেজানো বর্ষা
মুছেনি কেও চোখের জল একান্ত  কোমল মায়াবী  আঁচলে
কেটে গেল পূজা, ঈদ, কত উত্সব
অশ্রু আর বৃষ্টির পানি মিশে এক হয়ে বয়ে গেল অর্নবে
আজও আছি বেঁচে একা দেশান্তরে
দেয়নি কেউ মুক্তি আমাকে এই স্বতন্ত্রীকৃত জীবন থেকে
আমাকে একটু ঝাঁজালো বিষ দেবে
আমি বাঁচতে চাই আরো কিছুক্ষণ বিভীষিকা ভরা জীবনে
_________
টি,কে,এম,আজীমি