<> <> <>
------------
এক অলস দুপুরে ক্লান্ত শরীরে কে যেন
হৃদয়ে স্পন্দন জাগিয়ে বললো - শোনো
তোমার নিঃশ্বাসটুকু আমাকে ধার দেবে
আমি নির্বক নয়নে চেয়ে থাকি তার দিকে
মনে মনে বলি নিঃশ্বাস ছাড়া আর কি নিবে
নিঃশ্বাস দিয়ে দিলে আমিতো যাব হারিয়ে
আমার ভাবনা দেখে মায়াবী কন্ঠে বললো
নাহয় তোমার বিশ্বাস টুকু দাও ধার আমাকে
দেনা পাওনার হিসেব না হয় থাক কিছুটা বাকি
অস্পষ্ট স্বরে বললাম সব কিছু রেখে আমায় নাও
এবার সে মেঘ রাতের মত আঁধারে লুকালো
তার কিছু কিছু কান্না ভেসে এলো বাতসে
শুকনো পাতা যেমন উড়ে চৈতের আকাশে
একবার তার পদচিহ্ন দেখলাম অনেক দুরে
ফেরারী পাখির মত কোথায় যে হারালো নিমিষে
আমি বললাম তুমি ফিরে এসো চোখের পাতায়
এই নাও আমার নিঃশ্বাস,বিশ্বাস ও পাবে সাথে
আমি না হয় হারালাম নিরাশ জীবনের ভিড়ে
তবুও তুমি ফিরে আসো সুখ স্বর্গ জীবন তীরে
_________
টি,কে,এম,আজীমি,