<> <> <> <>
-----------------
তোমার হাতের চুড়ির ছন্দ,আমার হৃদয়ের স্পন্দন একাকার
অঙ্গনার উজ্জ্বল অাভাতে ঝরে পরে জোৎস্না মধু
তোমার নীল্ আঁচলে মেখে যায় একটু
আজ চাঁদ এত মধুর কেন.?
তোমার আঁচল স্পর্শ করেছে বলে ?
নাকি তোমার মিষ্টি ঠোঁটের পরশে।
তোমার চাহনী ছুঁচালো হয়ে বিধে আমার হৃদয়ে
জীবনের মাপকাঠি, চাওয়া পাওয়া-
হিসাব নিকাশ নির্বাণ করে তুলে রাখি নির্মান্য ভীড়ে,
আমি মিশে যাই তোমার মাঝে নিমিষে।
দক্ষিনের মৃদু হওয়া আমার প্রাণে জাগায় নিষুতি,
আমি নৈঃশব্দে হারাই।
তোমার খোঁপার হলুদ ফুল,
বাঁচার প্রেরণা জাগায় মনে।
ইচ্ছে করে মোচারখোলার তরী ভাসিয়ে হ্রদে, হই নিরুদ্দেশ
অস্তিত্বের বোঝা, মনের ক্লান্তি বধ্যভূমিতে অর্পণ করে,
আমি হতে চাই চির পবিত্র,
যতটুকু ভালবাসা পেলে মানুষ হয় মহান,
ততটুকু ভালবাসতে চাই তোমায়।
তোমার দেহের মরীচিমালী ভেসে উঠে মনের গভীরে
ডুবে যাই আমি অথৈ সাগরে
বাড়াও বাহু যুগল আমি পবিত্র হতে চাই
তোমার নীল মায়াবী আঁচল ছায়ায়।
_________
টি,কে,এম,আজীমি
১৯/১১/২০১৫ এথেন্স গ্রীস