<> <> <>
-------------
জীবনের অনেক গুলি রাত আমি কাটিয়েছি একা
তোমায় ভেবে সারাক্ষণ
ভেবেছি তোমার হাতে হাত রেখে পাড়ি দেব এই
জীবনের পথ দক্ষিণায়ন
প্রশান্তচিত্তে তটিনীর পথ ধরে মেঘের ওপারের ঐ
রক্তিম আভা মেখে
বাসর সাজাব ঊষা আভাসে, সাঙ্গ হলে কোলাহল।
আমি পেয়েছিলাম তোমায় এক তারা ঝরা রাতে
জোনাকির ভিড়ে, বধু রূপে
সুদ্ধচিত্তে বেসেছিলাম ভাল অসৃজ্য মায়া ছিল বুকে
তুমি আচ্ছন্ন ছিলে প্রেমের ঘোরে
আমার নয় অন্য কারো,অস্থিদান দিয়েছিলে আমার
একান্ত পবিত্র ভালবাসার
হয়ত যাবেনা ভোলা সেই আকুলীভূত জীবনের রাত।
আজ কাল আমি যেখানে দেখি ভালোবাসার অবগাহন,
সেখানেই দেখি ঘৃণার দৃড় আস্তরণ
তুমি হীন জীবন আমার বিসাদময়, হয়ত এমনটি,
আগুয়ান হলাম পিছে ফেলে অতীত
এখন আমি স্বাধীন, নিঃসঙ্গ পথের আজ্ঞমান পথিক
ভাল থেক তুমি আপন নীড়ে
আমি নাহয় হারাই একাকী আততয়ী মানুষের ভিড়ে ।
_________
টি,কে,এম,আজীমি