<> <> <>
-------------
জীবনের একান্ত ব্যর্থতার মিছিলে অবাক সময় কেটে যায়,
রাতের পর দিন,মাস,বছর,ঝরা পাতা রং বদলায়,
পিছনে ফেলে আসা বেহিসাবী জীবন,ব্যর্থতার আলিঙ্গনে,
মুখ থুবড়ে পড়ে আছে আজ, সুখ ধূসর আলো ছড়ায়,
পায়ের নিচে শুকনো পাতায় হেমন্ত।
আমি ব্যর্থতাকে জিজ্ঞাসা করি,কখনো স্থির হতে ইচ্ছে করে না ?
কখনো কষ্টকে জিজ্ঞাসা করি,অমরত্ব পেলে জীবনের কি প্রয়োজন ?
আকাশের তারা দিনের আড়াল থেকে অমাবস্যার অন্ধকারে ঝরে,
ব্যর্থতা আমার মনের গভীরে শব্দের মত ছড়িয়ে থাকে,
মাঝে মাঝে মন এক মুঠো ফুল কুড়িয়ে পরিতুষ্ট -
নির্বাণ একটু সুখের স্পর্শ পায় ক্ষনিকের তরে,
আবার সেই ব্যর্থতা ঘিরে থাকে জীবনের অখিল ভরে।
যখন হৃদয়ের আকাশ ভারী হয়ে উঠে,যখন নিঃসঙ্গতা হাত ছানি দেয়,
আমার মনের সব ব্যর্থতা আভা হয়ে ঝরে বিকেলের আবীরে,
তখন জীবন বলে, চল জীবন যাপন ছেড়ে একটু হেঁটে আসি,
চারিদিকে অথৈ জলের কলরব বিকেলের স্নিগ্ধরোদ,
ঢেউয়ের তালে তালে ঝিলমিল রোমাঞ্চিত মধুক্ষণ,
ব্যর্থতা তখন নিঃশব্দে পিছু থেকে ছুঁয়ে যায় নিমিষে,
জীবনের ব্যর্থতা অনেক কিছু দিয়ে গেল নীরবে,
কত কি যে শিখিয়ে গেল পদে পদে গোপনে।
............... অপ্রতিষ্ঠিত অভিজ্ঞতা।।
_________
টি,কে,এম,আজীমি