-----<>-----
নিজেকে আজ গুটিয়ে নিয়েছি,ভালবাসার দহন,
প্রেমের জ্বালা অপ্রাপ্ত স্বপনের মায়া জাল ,
জীবন করে দিয়েছে অংশনীয় ।


নিভৃত জানালার ওপাশ থেকে হাতছানি দিয়ে ডাকে,
জীবনের কষ্টগুলো যদি পেন্সিল দিয়ে লিখা হতো,
তাহলে মুছে আবার লিখতাম পুনরায় ।


সৈকতে পড়ে থাকা ঝিনুক কুড়ানো মালার মতো,
আমি আজ জীবনের কাছে পরাজিত পদে পদে,
এখন বাকি শুধু মাত্র একটি প্রত্যাশা ।


ঐ শাড়ির ভাঁজে জড়িয়ে থাকুক সহস্র তারার স্বপ্ন,
তোমার মনের আঙ্গিনায় ফুটে উঠুক নতুন কুঁড়ি,
জানালার ধারে খসে পড়ুক নক্ষত্রের রাত ।


আমি আমার আবেগহীন ভালবাসা নিয়ে নিরুদ্দেশ,
মানুষের ভীড়ে মনের আঁধারে হলাম সুনিভৃত,
কখনো পদাশ্রয়ী হতে চাইনি করুণ নিয়তির ।


আজ আমি অবাক হয়ে ভাবি বিশ্বাসের পরিণাম,
দু'চোখ অশ্রু ভাসে যখন দিতে হয় প্রেম প্রতিদান,
ভাষাহীন ভাষা নিয়ে কাঁধে জীবনের বোঝা ।


ভিক্ষাপাত্র হাতে নিয়ে দাঁড়ালাম নতুন জীবনের পথে,
আবার শিখবো প্রেমের অভিধানের ভাষা নতুন করে,
শব্দের পতাকা হাতে নিয়ে দাঁড়াবো আবার ।


কষ্টের নন্দিত হাসি হেসে কষ্টকে জানাবো স্বাগতম,
এখনো আমি সেই আগের মতো ঐ সন্ধ্যা ঐ রাত,
সেই আমার একাকীত্ব সেই আমি নির্বোধ ।
_________
টি,কে,এম,আজীমি,