----<>-----
এই নিঝুম উদাসী সন্ধ্যায়
আমার চোখের তারায়
হাসে স্বপ্নিল গল্প।
ঝোপের আড়ালে জোনাকির নৃত্য
মেঘের আড়ালের চাঁদ উঁকি দেয়
তেঁতুল বনে চুপিসারে।
আমার মনের আঁধার গভীর
থেকে গভীরতম হয় নীরবে
কখন যে কেটে যায় স্বপনে
অক্কাপ্রাপ্তির রাত আমার জীর্ণ কুটিরে।
একটুখানি রোদের হাতছানি
সোনালী ডানা মেলে উড়ে প্রজাপতি
কোনো এক অশ্রু ভেজা সকালে,
দূর আকাশের উড়ন্ত নীরদ,
ফাগুনের নাম আগুনের বার্তা আনে শাখে।
দিনের শেষে ক্লান্ত বিকেলে,
নির্বোধ পরে থাকে আমার স্বপ্ন,
নিস্পন্দ সন্ধ্যায় আবার,
ফিরে আসে সময়ের ডাক।
এভাবেই কেটে যায় জীবনের বসন্ত,
শুকনো পাতায় শিহরণ জাগিয়ে,
উতাল উদ্দাম দৃঢ় বেদনা দিয়ে।
_________
টি,কে,এম,আজীমি