------<>------
তোমাকে একটি বার ছোঁব বলে আমি বসে আছি আজ
সহস্র নক্ষত্র ডোবা রাত পেড়িয়ে, প্রতীক্ষায় বিভোর,
রাতের গভীরে স্পর্শে আগুন ছাড়াই মনে উষ্ণতা জাগাতে,
তোমার চুড়ির গুঞ্জন আমার মনে দোলা দিয়ে যায় আনমনে,
শিহরণ উঠে হৃদয়ে তোমার খোঁপায় গোঁজা গোলাপের সৌরভে,
মেঘে ঢাকা চাঁদ যখন পুনরায় ডুবে যায় তোমার কেশের আড়ালে,
চকরী ছেয়ে দেখে যেমন নির্বাক চোখে শশী হারানোর কষ্ট নিয়ে,
জোনাকির নাচের ছন্দ,মৃদু বাতাসে ঝরা পাতার শব্দ শুনে ভাবি,
এই বুঝি তুমি এলে রাতের ঘন কালো অন্ধকার ভেদে,
প্রভাত মালতির সুবাস ছড়ান লগ্নে,অলির গুঞ্জরনে,
তোমার চোখের পালকে বুনে দিতে চাই হাজার নীল স্বপ্নের স্মৃতি ,
আরো এঁকে দেবো সন্ধ্যা পাখিদের নীড় হারানোর গল্প,
নিঃশ্বাসের গভীরে গিয়ে খুঁজে দেখবো একদিন,একাকী
কি কারণে এত উষ্ণতা ছাড়ায়, জানবো সুগন্ধের গোপন রহস্য,
চোখ দিয়ে দেখে কি আর সব বোঝা যায়, জানতে ইচ্ছে করে,
ভালবাসার মাপকাঠি কি, কোথায় ?
নয়নের গভীরে, হৃদয়ের স্পন্দনে?
ক্ষুদ্র আঁচলে ঢাকা ঐ বুকে, না হাতের ছোঁয়ায়?
চোখের মায়ায়, নাকি ঠোঁটের মিষ্টি হাসিতে?
বকুল ঝরা প্রভাতে প্রতিক্ষার অবসান.ঘটিয়ে যখন তুমি আসবে,
মনের মাধুরি ঢেলে যখন শুধাবে,প্রিয়তম কেমন আছ তুমি,
রুদ্ধশ্বাস ভরা চোখে তাকিয়ে রইবো অনেক ক্ষণ,
ভাষাহীন কম্পিত ঠোঁটে অভিনানী স্বরে বলব,
.............. '' এইতো আছি বেশ ''
_________
টি,কে,এম,আজীমি