-------<>-------
ধারাবর্ষণে ভেজা আধো আলো সকাল,
সুন্দর দিন শুরু হলো রংধনুর রং মেখে
পাখিদের কোলাহল সাঙ্গ হয়নি, অলির গুঞ্জন,
পাতায় বৃষ্টির ফোঁটা এখনো দোলা দেয়,
প্রভাত মালতি ঝরেনি তখন, মুখরিত চারিপাশ,
নূপুরের ছন্দে সাড়া জাগিয়ে আমার সামনে,
তুমি দাঁড়ালে বাঁকা নয়নে কুহকী হাসি মেখে,
সত্যি কি তুমি, ?
নাকি আমার অচেতন মনে কল্পনা।
তোমার মধুর কন্ঠে মনের মাঝে হতো বজ্রপাত,
আমার হৃদয়ের মাঝে আঁকা তোমার অমলিন ছবি,
তোমার বাঁকা ঠোঁটের সেই নির্লিপ্ত হাসি শিহরণ জাগতো মনে,
চোখের কাজল,কপালের টিপ,চুড়ির গুঞ্জন,
এক মায়াময় জগতে নিয়ে যেত আমায়,
তোমার উষ্ণ ঠোঁটের পরশে সজীব হয়ে উঠতাম,
তোমার প্রেমের স্পর্শে নবদীপ্ত হতাম,
উদ্বেলিত বুকের আমন্ত্রণ পেয়ে,উল্লাসিত হতাম,
ক্লেশহীন ছিলাম আমি,অগাধ প্রাপ্ত জীবনে।
কি হলো হঠাৎ ?
কি নিদারুণ কষ্ট দিয়ে কোথায় হারালে তুমি,স্বপ্ন ভাঙার ছলে,
জীবন থেকে কেটে গেছে কত বসন্ত নীরবে,
তুমিও হয়ত গেছো হারিয়ে অন্তহীন পথের বাঁকে,
তোমায় খুঁজি আজ স্মৃতির আড়ালে,
তোমার কি মনে পড়ে আজও সেই -
শত সহস্র স্মৃতি ভরা মধুর রাতগুলো,
সেই অলস দুপুর শান্ত বিকেল মৌনতা ঝরা সন্ধ্যা,
আজ সকালে ভালবাসার সুরে মনে পড়ল তোমায়।
আচ্ছা, ভালবাসা কি অকর্ণ ?
জীবনের স্বপ্নগুলো আজ বিদীর্ণ, মনের আকাংখ্যা ভূলুন্ঠিত,
তোমাকে শুধুই তোমাকে চেয়ে আজ আমি বেদনাকিষ্ট,
আজ তোমায় খুঁজি আমি পৃথিবীর পথ প্তান্তে,
তপ্ত মরুর পদচিহ্নে, গভীর ছায়া অরণ্যে,
মনের দর্পনে তোমার ছবি আজও আছে বাঁধা,
যখন ইচ্ছে হয় দু'চোখ বন্ধ করে দেখি তোমায়,
তোমায় বাস্তবে পাবার প্রবল ব্যকুলতা মনে,
পাব কি তোমায়? কোথায় আছ তুমি সারা দাও,
আজ আমি তোমার শত জনমের অধীর অপেক্ষায়।
_________
টি,কে,এম,আজীমি