---<>---
শরতের ঝরাপাতা ঝরে যায় মনের গভীরে,
বাতাসের শীতলতা ক্লান্তি পরশ জাগায় হৃদয় কোনে,
সন্ধ্যা জোনাকি চাঁদের কলঙ্ক দেখে লুকায় আঁধারে,
শেষ পাতাটি যখন ঝরে যায় চোখের অথৈ সাগরে,
অন্ধকার আরো ঘন হয় হৃদয়ের জগৎ জুড়ে।
রাতের ঘন কালো ছায়া পরে তোমার চোখের তারায়,
মনের মাঝে শুধুই সিমাহীন শুন্যতা,নিশ্চুপ চারিপাশ।
একাকিত্বের স্বপ্নগুলো দরজার চৌকাঠ ধরে বিলুপ্তের হাসি,
একা নিজেকে হিম সাগরে ফেলে দিয়ে ছুটে চলে জীবন ,
নিরাশায় ভেসে উদ্দেশ্য হীন কোন এক গন্তব্যে ।
পৃথিবীর কাছ থেকে নিয়ে নতুন দিক্ষা হয়তো,
আবার নবীন হয়ে ফুঁটবো কারো হৃদয় কাননে,
নীল চুড়ি হয়ে শোভা পাব কারো মায়া হাতে,
শিশির শিক্ত শিউলি হয়ে মাতিয়ে রাখবো প্রভাত,
সূর্য যখন মনের জড়তা ছেরে উঁকি দিবে আকাশে,
শরতের ঝরা পাতা আবার সজীব হবে নিমিষে ।
________
<>আজীমি <>