-----<>----


তোমার নয়নের আকাশ নিস্তব্ধ
বাকি নেই কোনো পদ চিহ্ন কথাও,
প্রথম মালতি যখন ঝরে গেল নীরবে,
তার সৌরভ এখনো শরীরে বাকি।


যদি একটি তারা খসে পড়ে আঁচলে
ধরনীর আঁধার হয়ত দূর হবে তখন,
চারিদিক নিশ্চুপ স্তব্ধতায় মুখরিত,
হৃদয়ের স্পন্দন ও শোনা যায়।


চোখের পাতায় শুধুই শূন্য অখিল,
একটি তারাও বাকি নেই দূর দিগন্তে,
ভোরের পাখিদের ঘুম এখনো ভাঙ্গেনি,
শিশির সিক্ত সেফালী ঝরার অপেক্ষায়।


হঠাৎ পূর্ব নীলিমা হতে এক ঝাঁক জোনাকি,
জড়ালো এসে আঁচলে ভ্রমর কাজল চোখে,
কাননে অলির গুঞ্জনে প্রভাতের স্বাগতম,
তোমার ঠোঁটের পবিত্রতা ছড়ালো ঘাঁসফুলে,
বিন্দু বিন্দু  শিশিরে হলো জীবন সূতেজ,
আজ সকাল খুব সুন্দর তোমার বুকের উষ্ণতায়।
_________
<> আজীমি <>