---<>---
আমাকে যদি একটি মুক্ত আকাশ এনে দাও
আমি হারাতে চাই মনের জড়তা ছেড়ে নীলিমায়,
মেঘ কন্যার হৃদয় ভেদ করে দেখতে চাই।


কিভাবে বৃষ্টির ফোটা অশ্রু পরিণত হয়,
কি এত ব্যথা যে চিৎকার করে ছুটে চলে ,
অকন্টক কোনো স্থানে ঝরে অশ্রু পাতায় পাতায়।


কুমারের কষ্ট বুঝে?
না চাষীর আর্তনাদে?
নাকি অকৃত্রিম ভালবাসার দানে প্লাবিত করে ধরণী।


আমাকে যদি একটি মুক্ত আঁচল এনে দাও,
অাঁখিঠার স্পর্শে ভরে দিয়ে তারায়, দেখতে চাই,
আঁচড়ানো কেশে কি করে ছড়ায় এত মাধুর্য্য।


তার হৃদয় কত গভীর ?
বিলীন হয় প্রতিক্ষার অশ্রু সেখানে,
কি কারণে প্রেয়সীর রূপ করে তোলে আরো দ্বিগুণ।


কি করে অগুপ্ত প্রেম ঢেকে রাখে বুকের গভীরে,
কি করে ভালবাসার মধুর স্পর্শে হারায় তার অস্তিত্ব।
_________
<> আজীমি <>