নিঃশব্দের সীমানা পেড়িয়ে ছুটে চলেছি দুর্গম পথে,
মায়া মমতাহীন ধূসর জগতের বেড়া জাল ভেদে,
শত সহস্র বছরের ক্লান্তি মেখে, নির্দ্বিধায় নির্বাক,
চলার পথে আমার স্বতঃস্ফূর্ত উদ্দাম চঞ্চলতা।


জীবনের ঝড়বৃষ্টির রাতের আঁধার বিজয় করে,
দিনের উজ্জ্বলতায় নীলাকাশের তারকা হাসে,
বয়সের বলি রেখা দু'চোখের কোণে দৃশ্যমান,
চিত্রাঙ্কিত এ বিশ্বের মনোমুগ্ধকর বিচিত্রতায়।


পথহারা পাখিদের ঠোঁটে হারানো বিলুপ্ত গানে
বিস্তীর্ণ নীল দিগন্তে নীরব শূন্য গভীরতায়
ভাগ্য ললাট কপাটটি রুদ্ধ করে নিজ দক্ষতায়
রেখেছে বুকের পিঞ্জরে দীর্ঘশ্বাসের আস্ফালন।


জীবনের সাদাকালো কিছু আশা ভীষণ ফ্যাকাসে,
একি!ঐশ্বরিক শক্তি কোথায় নিয়ে এলো পুনরায়,
আবার সেই দুর্গম মৃত্যু আমায় করবে আলিঙ্গন,
উত্তোলন করবে বিজয়ের নিশান আমার বুকে।
_________
<> আজীমি <>