-------<>-------
তুমি আজ নেই বলে মন আমার অন্ধকার রাজ্য,
একটিও শুকতারা বাকি নেই নীলিমার কোলে ।


তোমার দিব্য জ্যোতির নিপূণ আলোতে,
আমার হৃদয় গভীরের অনন্তহীন শূন্যতায়,
যেখানে দীপ্তিময়ী ভালবাসা আলোর মশাল জ্বালায়
আমার মনের অন্ধকার রাজ্যে দীপাবলী ভরে দিয়ে যায় ।


আমি রূপালী রংতুলি দিয়ে তোমার প্রতিমা আঁকি মনে,
তার জীবন্ত আঁচরের দাগ অনুভব হয় চোখের পাতায় ।


আমি তোমার রূপের ছোঁয়ার উজ্জ্বল বর্ণীল শিখার উদ্দেপনায়,
নির্বাক ছুটে চলি একাকী নবদিগন্তের অচেনা পথে নির্দ্বিধায় ।


সহস্র বছরের পথ পাড়ি দেই এক পলকে,
তোমার পবিত্র হৃদয়ের স্পর্শের ছায়ায়।


তোমাকে নিয়ে দেখা স্বপ্নের স্মৃতিগুলো,
আজ উঁকি দিয়ে যায় মনের আঙ্গিনায় ।


আমি হৃদয়ের ক্যানভাসে নতুন করে তোমার ছবি আঁকি,
তুমি নেমে আসবে স্বর্গ সিড়ি বেয়ে আমার মনের দ্বারে।


সব স্মৃতি মুছে দিতে,উষ্ণ ঠোঁটের স্পর্শে গভীর আলিঙ্গনে,
তখন শেষ হবে আমার অনন্ত কালের প্রতীক্ষার প্রহর ।
_________
<> আজীমি <>