---<>---
যেদিন তোমার হাত ধরেছিলাম হৃদয়ের স্পর্শ দিয়ে একবার,
সেই দিন তোমার চোখ ছিল কাজল ভেজা শ্রাবন ধারাতে,
ফুল ফুটেছিল মনের আঙ্গিনায় সুভাষ ভরা মাধুবী লতায়।


তোমার নয়নে ছিল স্নিগ্ধ বিকেলের প্রজাপতি দানার স্বপ্ন,
অলস বিকেল কেটেছে দু'চোখে চোখ রেখে প্রেমের আবীরে,
কত বছর পেড়িয়ে গেল কত ফাগুন ঝরে পড়ে গেলে মাটিতে।


কখনো কি ভাসে তোমার চোখে সেই নীরব লগ্নের মুগ্ধতা,
কি জানি কাকে চেয়েছিলে তোমার সবুজ মনের নিরবতা,
তোমার পরশে এসেছিল কার যেন ধুসর লগনে সজীবতা।


আমি আজ কত স্মৃতির শিখা জ্বালিয়ে বসে আছি গোপনে,
এখনো কথা বলি তোমার চোখের তারায় তারায় আনমনে,
তোমায় নিয়ে সাজাই বাসর কল্পনায় আজও ভুলুন্ঠিত শরীরে।


তোমার চোখ স্পর্শ করে যায় আমার শিশির ভেজা সকাল,
যুগযুগ অপেক্ষা কিসের,সময়ের চিৎকার হারালো অস্তিত্ব,
মনে পড়ে সেই নবমী সন্ধ্যা কেটেছিল আমার বুকের উষ্ণতায়।
_________
<>আজীমি <>