---<>---
কষ্টকে ধারণ করে হাসির আড়ালে বৃষ্টির পাতায় চোখ মেলেছি,
একান্ত নিবিড়ে অবহেলিত হওয়ার সুখ খুঁজেছি আকাশ পানে।


কষ্ট গুলো ধীরে ধীরে যখন আরো গভীর হয়,
হঠাৎ ঝরে পড়ে শ্রাবনের বৃষ্টি হয়ে,
মনের উষ্ণতায়,চোখের কোনায়,
প্রবল বর্ষণে,হৃদয় গহীনে।


শুধুই মানুষকে ভালবাসার অপরাধের কষ্ট,
অনেক কিছু বলতে চেয়েও কিছু না বলার কষ্ট।


এ যে অক্ষৌহিণী অপরাধ বিশ্ব জুড়ে,
এই অপরাধের কোনো ক্ষমা নেই, সে অসীম,
বিধাতাও আজ অক্ষম, এই অপরাধের অপরাধী।


হে কষ্ট তুমি আমায় ক্ষমা কর আজ,আমি ব্যর্থ,
তোমায় ধরে রাখতে পারিনি আমি হৃদয় নীড়ে,
অন্তহীনতা তুমি আজ বিরাজ কর সমাজের ভিড়ে।
_________
<> আজীমি <>