------<>-----


প্রেম প্রবাহিনী হতে এক মুঠো জল এনে,
ধুয়ে দিতে চাই ক্লেদাক্ত হৃদয়,
যেখানে সহস্র বছরের কাদা মাটি জমে আবর্জিত।


হাসি কান্না আনন্দের ছোঁয়া বাকি নেই সেখানে,
শুধু কিছু সময়ের স্মৃতি কথা কিছু কল্পনার অনুভূতি,
বৃষ্টি নেমে ধুয়ে মুছে যাক কষ্টের নোনাজলে।


আবার প্রেয়সীর হাতের উষ্ণ স্পর্শে জ্বলে উঠুক,
জীবনের নবীন প্রদীপ,
মনের আকাশে গোধূলির রক্তিম আভা,
রোমাঞ্চিত হোক কোনায় কোনায়।


এ নীরদ আমায় কিছু আগুন দিয়ে যাও,
অন্তহীন সন্ধ্যা দীপ্তময় করতে,
আবার সাজাবো প্রেমের বাসর গোধূলির ছোঁয়ায়,
একান্ত নীড়ে আদর সোহাগে।


আবার গড়বো নব জীবন মৃত্তিকার কাজলে,
রোদের অলংকারে।
_________
<> আজীমি <>