<> <>


শব্দের মাঝে তোমায় উলঙ্গ খুঁজি
তোমার দেহের ভাঁজে সম্ভোগ্যতা,
সমাজের ভীড়ে তোমার কলঙ্ক খুঁজি
নীরবে খুঁজি দেহের সজীবতা।


অমানুষ ভেবে উল্লাসী স্বরে
যখন ভেদে চলি মানবতা,
শরীরের টানে খুব একান্ত ক্ষণে
তোমায় পেতে বড় ব্যকুলতা।


অজ্ঞাপিত হয়ে অতি সাধু বেশে
তোমাকে বলি অশ্লীলভাষী,
ফূর্তিতে শরীর দুলাতে দুলাতে
অন্ধকারে তোমায় ভালবাসি।


বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টি মানবী তুমি
কেন তোমায় এতো অবেহেলা,
পেটের দায়ে নাকি অভ্যাস বসে
বেছে নিলে তুমি এপথে চলা।


এই দুঃখ বুঝার পড়েছে কার দায়
আমরা সুশীল সমাজ গড়ব আজ,
তুমি বাঁচো মরো যা খুশি করো
আমার তাতে নাহি কোনো লাজ।
_________