আজ আবার বিবেকের কাঠগড়ায় দাড়ালাম
হাতে নিয়ে সহস্র যুগের অভিযোগ।


হাতের মুঠোয় নিয়ে জীবনের ভুল ভ্রান্তির প্রাপ্তি
কাধেঁ ন্যায় অন্যায়ের খড়কুটোর বোঝা ।


জীবন এমন কাঠগড়া যেখানে আমি বাদী
আমি বিবাদী আমি বিচারক আমি সাক্ষী।


জীবন অঙ্কের খাতায় যোগফল শুধুই শূন্য,
প্রপ্তির পাতায় রয়েছে ভুল ভ্রান্তির বেড়াজাল,
মনের গহীনে অতীতের স্মৃতির কষ্টের ধোঁয়া,
বিবস্র আয়নার সামনে আমার হৃদয়ের কলঙ্ক,
অন্যায় অবিচার দেখা যায় খুব স্পষ্ট।


আমায় কেউ ভালো থাকার অভিশাপ দিও না,
আমায় ক্ষমা করে মুক্তিদাও জীবন যন্ত্রণা থেকে,
আমি মুক্ত হতে চাই ন্যায় অন্যায়ের দ্বার ভেদে,
জীবন ঢলন্ত প্রাতে আর ডেকোনা জীবন পানে।
________