( তানভীর কালাম মোহাম্মাদ আজীমি )
----<>----


প্রেয়সীর আঁচলে বাঁধা নক্ষত্র রাজ্যের চাবি
আবছায় জানালার কাঁচের আড়ালে বন্দী হৃদয়
একটু উঁকিদেয় চন্দ্র কলঙ্ক আভা মেখে ।


আমার একলা আকাশে ভেসে বেড়ায় নিঃসঙ্গ প্রজাপতি
আমার ফেরারি মন নিরুদ্দেশ হয় তোমার চোখের তারায়
পেন্সিল আঁকা মনের সাদা কাগজে ফাগুনের ঝরা পাতা
বালু চরে জমানো স্বপ্ন পায়ে পায়ে মিলে যায় গহীন সাগরে
মিশে যায় আমার হাতের রেখা কাজল চোখের আঁচড়ে ।


আজ অনেক বেশী মনে পড়ছে তোমায় স্বপ্নের আড়ালে,
জানি না কি কারণে মেঘে মেঘে মন উদাস হল আবার,
সব স্বপ্ন কি সত্য হয় ??
কিছু স্বপ্ন ঝরে পরে প্রভাতের আগেই,
এখন অনেক গভীর রাত নতুবা,
গিয়ে বলতাম সাজাও তোমার উঠোন,
বৃষ্টির প্রথম ফোঁটা মুখরিত করুক তোমার কোমল হৃদয় ।


চাঁদের অথৈ সাগরে ভাসাবো আবার প্রেমের তরী
দু'জন প্রেমে একাকার হয়ে বন্দী হবো জোনাকি বৃত্তে
রঙিন স্বপ্ন মাখা বুকে আমার নির্মল বাসর সাজাবো ।
_________