----<>----
( তানভীর কালাম মোহাম্মাদ আজীমি )


যদি মধ্যাহ্নের খরতাপে তোমার চোখের স্নিগ্ধ ছায়ায়,
কিছুটা সময় যদি কাটে ভালবাসার সুশীতল অরন্যে।


সময়ের সঙ্গে যুদ্ধ করেছ অনেক এখন আর নয়,
এবার যাব নিয়ে সাথে,
সঙ্গে থাকবে অনেক কিছু।


যখন ঘনিয়ে আসবে জীবন তরী খেয়া ঘাটের কাছে,
তখন বলবো গোছগাছ কর তোমার স্বপ্নের সংসার,
হাঁড়ি,পাতিল,মাদুর, বিছানা,মাটি,আলনা, দেরাজ,
জীবনের সব সম্বল,মঙ্গল অমঙ্গলের প্রদীপ।


সঙ্গে নেবে রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ,সুকান্ত,
আরো সঙ্গে নিবে তোমার সাজানো উঠোন।


যেখানে তোমার স্বপ্নের দোলনা দোলা দেয়,
শব্দহীন মৌনতার নিমগ্ন ধ্যানে,
তুমি বিশ্রাম নেবে তার অঃন্তপুরে।


যখন ঘন সবুজ আলোর নিচে সাঙ্গ করে জীবনের রঙিন মেলা,
যাব ধুসর জগতের মায়া ছেড়ে,
দু'জন হারাবো অসীম নিস্তব্ধতায়।
_________________
(এথেন্স,গ্রীস ০৮ জানুয়ারি’২০১৬)