-------<>-------
( তানভীর কালাম মোহাম্মাদ আজীমি)


আমি আর আমার স্মৃতি মাঝে মাঝে অনেক গল্প করি,
জীবনে ফেলে আসা রঙিন স্বপ্ন মাখা দিনের গল্প,
বিষণ্ণ মনের গল্প, ঝরা পাতার গল্প ।


জীবনের একাকীত্ব দূর করতে আয়নার সামনে দাঁড়াই,
সেখানে আমি একা, যেমন একা মনের আকাশ,
কেন যেন মনে হয় ভেঙে ফেলি দর্পণ ।


শত সহস্র ভাগে ভাগ করে নিজের একাকীত্ব দূর করি,
তাও করে দেখলাম,যেমন হৃদয় ভাঙ্গে কথার ছোঁয়ায়,
যেমন একটিতে একা ছিলাম শতটাতেও একা ।


যখন স্মৃতির নীরব.দ্বার ভেঙ্গে শব্দগুলি ছন্দ হয়ে বেড়িয়ে আসে,
কখনো অশ্রু কখনো বৃষ্টি নূপুরের ঝঙ্কার চোখের কাজল,
সব মিলে এক অসহ্য বেদনা সৃষ্টি করে হৃদয় কোণে ।


আমি উন্মাদ হয়ে উঠে একে একে ভাঙ্গা আরশির টুকরো গোছাই
ভাবি হয়ত এভাবেই কাটবে অনন্ত কালের অসীম জীবন যাত্রা,
চোখ তুলে দেখি চারিদিক শুধুই শূন্যতা বিরাজমান ।


সহস্র মানুষের অন্তরালে,
বিচরণ করে এক,
নিঃস্বঙ্গ প্রাণ ।।
_________________
( ০৯ জানুয়ারি’২০১৬ এথেন্স,গ্রীস )