-----<>-----


( তানভীর কালাম মোহাম্মাদ আজীমি)


নিবিড় কুয়াশায় ঢেকেছে চারপাশ
চুপিসারে পাশাপাশি নিভৃত শয়নে
কাটুক না কিছু সুখময় প্রহর।


আমি খুলে তোমার হৃদয় দুয়ার
সবটুকু দেখতে চাই একান্ত লগনে
পালকের আড়ালে লুকানো তীব্র যৌবন।


তোমার নদী সাগর ত্রিভুবন চোখের তারা
নীলাভ জ্যোৎস্নায় ঢেকেছে নিজেকে ।


এখন সুর্য তোমায় করছে আশীর্বাদ নতুন জীবনের
চল এগিয়ে চলি দু'জন মুঠো ভর্তি কিছু স্বপ্ন নিয়ে
ভেজা বৃষ্টির তুলতুলে আলোতে
ছন্দ তুলে জীবন পথের ক্লান্তির নূপুরে ।


তুমি উজার কর সেই সুখ যা রেখেছ ঢেকে আঁচলে
খোল মনের নিভৃত দ্বার সরাও বুকের আঁচল
সব টুকু দেখতে চাই তোমার রূপের স্বপ্নে
গভীর আলিঙ্গনে মধুর বাসর শয্যায় ।
_________________
( ১০ জানুয়ারি’২০১৬ এথেন্স,গ্রীস )