-----<>-----
( তানভীর কালাম মোহাম্মাদ আজীমি)


আমি মানুষ পাথর নই আমাকেও স্পর্শ করে,
কারো প্রেম ভালবাসা অবহেলা ঘৃণা তুচ্ছতা।


যেভাবে স্পর্শ করে ভ্রান্ত সময় প্রবাহের অশ্রু,
শীতল বায়ু বৃষ্টির স্নিগ্ধতা রোদের তীক্ষ্ণতা।


ফুলের সুগন্ধ অলির গুঞ্জন উড়ন্ত নীরদের গর্জন,
সন্ধ্যা পাখির কোলাহল রেশমি জোনাকির নৃত্য।


আমি মানুষ পাথর নই আমাকেও স্পর্শ করে,
চোখের মিষ্টি হাসি গালে প্রভাতী তিলের চুম্বন।


মায়াবী চোখের কাজল ধৃষ্টতার স্পর্শের উষ্ণতা,
অধরোষ্ঠের কম্পিত আবেগ হাতের একটু ঘেঁষ।


দিঘিতে কলাভৃৎতের উদ্দাম নাচ নিপুণ তরঙ্গে,
কাশফুলের আভা মনের গহীনে কিঞ্চিৎ স্পর্শতা।
_________________
( ১২ জানুয়ারি’২০১৬ এথেন্স,গ্রীস )