--------<>-------
( তানভীর কালাম মোহাম্মাদ আজীমি )


দু'ফোঁটা অশ্রু অনলে ডুবে গেল সূর্য সময়ের,
হাতের মুঠোয় এখনো বাকি ভাগ্যের অস্তিত্ব।


আমাকে নব প্রভাতের আশীর্বাদ দিও না,
দর্পণ আমায় দেখিয়েছে যুগের মুখোশ।


স্মৃতির পাতায় মুছে যাওয়া স্বপ্ন,
আমায় আবার ডাকে জীবন সংগ্রামে।


আমার একটি অপরাহ্ন আবার হল নিষ্ফল,
শরত আকাশের নীল মেখে হল না তোমায় ছোঁয়া ।


আমি ঘোর আঁধারে বিরহের আগুন জ্বালিয়ে,
নব প্রভাতের অপেক্ষায় নির্মল নীলাভ আকাশে।


দূর দিগন্তে ছুটে চলা প্রভাতি তারা,
কখন যে ঝরে পরে নির্জন প্রান্তরে কাজল দিঘিতে,
শুধু মনে দাগ রেখে যায় তার দহনের।


বটমূলে বয়ে যাওয়া নদীটির কান্না শান্ত হয় না,
ঢেউ নৃত্যের তালে তালে ভুলিয়ে রাখে নিজেকে।
মাছরাঙ্গার স্বপ্ন নদীর বুকে গভীরে,
রাতের বুক চিরে বেড়িয়ে আসে নব প্রভাত,
সেখানেই শুরু কষ্ট ভরা দিনের সূচনা,
আমাকে নব প্রভাতের আশীর্বাদ দিও না।
_________________
( ১৫ জানুয়ারি’২০১৬ এথেন্স,গ্রীস )