ভালবাসি বললেই কি ভালবাসা হয়
ভালবাসা থাকে অনুভূতিতে কি নয়
হৃদয়ের মাঝে সাজানো ফুলদানিতে
চোখের কাজলে ঠোঁটের মিষ্টি হাসিতে
নাকি উষ্ণ হাতের নির্দ্বিধার ছোঁয়ায় ।


বিকেলের সোনা রোদ মুঠোয় নিয়ে
নির্জন সরণীতে শুধু বুকে বুক বেধে
আকাশের উদারতা কথার মাঝে এনে
ঝুলে থাকা শাড়ির আঁচল ধরে টেনে
ঠোঁটে ঠোঁটে কথা হয় আজ মুগ্ধ প্রেমে।


অবিরাম সময় কাটে মধুর আলিঙ্গনে
মধুময়ী মিলনের আবেগ প্রতি ক্ষণে
অবাক দৃষ্টিতে মনমুগ্ধ চারি পাশের সবায়
কানে কানে ফিস ফিস চোখে চোখের ভাষায়
এ যে নব যুগের ভালবাসা জানে সবায়।


আমি মধ্য যুগের মানুষ প্রেম কম বুঝি
সবার মাঝে আজ পবিত্র ভালবাসা খুঁজি
সময়ের স্রোতে নির্বাক হাঁটি চোখ বুজে
আলোহীন আকাশে পথ পাইনা খুঁজে।


তোমার কোমল হৃদয় মনে ছোঁয়া দিয়ে যায়
তোমায় পাবার তৃষ্ণা আমায় সুধুই কাঁদায়
চলে এসো প্রেয়সী আজ সকল বাধা ভেদে
এই নব যুগের প্রেমের প্রতিমা সেজে।
____________
২৯/০১/১৬..এথেন্স,গ্রীস