আজ আমার মন ভাল নেই এক অকারণে
মেঘে মেঘে বেলা হয়েছে যে অনেক এখন-
নেই কোন কুসুমিত পথের দিশা কথাও একটু
কুহুরব করে না আজ জীবনের কোন প্রভাতে।


সকল কৃতবীর্য বয়ে গেলে আজ পথের ধুলোয়
ঘনবীথিতে আজো আছে সোনালি চিলের কান্না
কৃষ্ণসর্প বিষফনা দু'নয়নে স্বপ্নের বিষাদ ঢেলে
গৃহভেদীর ভালবাসার আড়ালে কষ্ট হাসে ঠোঁটে।


চলার পথের ঘর্মাক্ত সময়ের অবসান ঘটিয়ে
একটু শান্তির আশায় নীল গগণের দৃষ্টি প্রাপ্তি।


যেদিন ছুঁয়ে ছিল আমায় তোমার উষ্ণ পরশ
নির্দ্বিধায় সুখ প্রাপ্তির কয়েক ফোঁটা অশ্রু চোখে
রেখে গেছে তার অকৃএিম দাগ অধর যুগলে।


জীবন খগগতি পাল্টায় প্রতি নিয়তির ক্ষণে
প্রতিদিন জন্ম নিই আমি নিজের অস্তিত্ব ফুঁড়ে
এক কষ্ট সূর্যোদয়ে নিখিলের লাল আভায়।


আমারও ছিল স্বপ্ন জীবনে উচ্চ শিরে দাঁড়াবো
জাগিয়ে নব ছন্দের নুতন দীপাবলির উজ্জ্বলতা।


নীরব নিমন্ত্রনে জ্যোতি নেভা রাতের আধারে
কি করে নিজেকে বেঁধে রাখি শান্তির বাঁধনে
আজ আমার মন ভাল নেই এক অকারণে।
____________
২০/০২/১৬..এথেন্স গ্রীস