জীবন গেল কেটে আঁধারের নির্লজ্জ নেশার আবেশে
গেলো না আজো বিরহের হৃদয় কাঁপানো পিপাসা।


জেগেছিল প্রেম যেন কার নব তৃষাতে রঙ্গিন মুকুলে
কেঁদে উঠেছিল সুখ শুক্‌নো পাতাতে বিষণ্ন সাঁঝে
আসবে আবার ষোড়শী মালা হয়ে বিনোদিনী বেশে
পাগলের মত জড়িয়ে ধরে রেখেছি সেই স্মৃতি গুলো
তুমি হারিয়ে গেছো অন্তর থেকে হারিয়ে গেছো দূরে।


এখন চাঁদ হীন আকাশ আঁধারের কাছে বলে যায়
নিস্প্রাণ তারা যেন আবার জীবনের আলো জ্বালায়।


তাকিয়ে থাকি রাতের কাঁন্না মাখা অবাক দৃষ্টিতে
বর্ণহীন জীবনের বিলুপ্ত ক্যানভাসে রঙের আড়ালে।


রাত জাগা ক্লান্তির বিষণ্নতা ঝরে পরে বিন্দু হয়ে
স্মৃতির ধূসর লগ্নে শিশিরে অমৃত ঢালা করুণাতে।


আজ সেই সোনালী বিকেলে নীল মেঘের আকাশে
বর্ণহীন জীবন উঁকি দেয় ঘোলাটে দীপ্ত প্রভায়।


অসীম সময়ের এই পালাবদলের নির্বাক প্রাতে
ভেসে যায় বর্ণহীন জীবন যন্ত্রণার দীর্ঘ নিঃশ্বাসে।
____________
২৭/০২/১৬..এথেন্স,গ্রীস