আজ ঝরা পাতার মিলন হবে নীরবে
আধো আলো ছায়ার আধেক দিবসে মেতে।


সন্ধ্যা আঁচলে মুখ ঢেকে নেবে তারারা
বিনিদ্রিত রাতের অভিসার লগনে।


প্রতিটি রাত যেমন নীরবতা ভেঙ্গে আবার
শিশির সিক্ত হয়ে ফিরে ধরণীর বুকে
মালতি সুবাস বাতাসের গায়ে ঢেলে।


সে যে তোমার মিলন অপেক্ষায় ব্যাকুল
অবাঞ্ছিত উদাসী হাওয়া নিয়ে গেল উড়িয়ে
শরতের অজস্র ঝরা পাতার ঠিকানায়।


দেখ আজ ঐ দিগন্তের পর্দা সরিয়ে
জীবন কি করে হাসে প্রজাপতি ডানায়।


প্রেম একবার এসেছিল নীরব অতিথি হয়ে
জোনাকির নৃত্য হয়ে হৃদয় কাননে।


মিলে গেল রূপালী নদীর মত বালুর গভীরে
তাইতো আজ শুকনো পাতার নূপুর ভেঙে
মিলন প্রত্যাশা - অফুরন্ত অপেক্ষা।
____________
০৬/০৩/১৬..এথেন্স, গ্রীস