ভোরের স্নানের পর চুলের ডগায় বিন্দু বিন্দু জল
সেখানে ভেসে উঠে আমার আদরের প্রতিচ্ছবি।


আমার বুকের রোমে অনুভব হয় তোমার শরীরের গন্ধ
নিঃশ্বাস ভারি হয় উঠে তোমার ঠোঁটের গভীর স্পর্শে
শাড়ির আঁচলের ভাঁজে লুকানো প্রেমে মায়া ভরা বুক
ছুঁয়ে দেখতে ইচ্ছে হয় তৃষিত ঠোঁটের কামনায় ।


তোমার জীবন্ত শরীরের স্পর্শ স্বপ্ন জাগায় মনে
সহস্র ক্রোশ দূরে নয় পাশেই আছো এই ক্ষণে
আমার ঠোঁটে ভীষণ তেষ্টা এক সাগর ব্যাকুলতা
হৃদয় গভীরে তোমার উষ্ণ নিঃশ্বাসের দিঢ় ক্লান্তি
আমায় আর বেশি উতালা করে তোলে নিমিষে।


বিষণ্ণতার প্রহরে আমি পুড়ে পুড়ে মরি একা একা
খুব ইচ্ছে হয় আমার সবটুকু অপূর্ণতা পূরণ করতে
একান্ত আদরে বুকে জড়িয়ে ধরে রাতের মায়া ভরে
গভীরে আর গভীরে একান্ত নিবিড় ভালবাসার গভীরে।
____________
১৯/০৩/১৬..এথেন্স,গ্রীস