প্রতিশ্রুতি দিয়ে হারানো রাত কখনো ফিরবেনা আর
গোধূলি বেলায় উত্তরহীন প্রশ্নগুলো এভাবেই রয়ে যাবে
প্রতিটি রাতের নীরবতা ভেঙ্গে হাতছানি দেয় স্বপ্নগুলো
কি জানি কিসের আশায় উড়ছে মন প্রভাতী স্রোতে
নির্বাক গগনে শুভ্র বলাকা হয়ে মনের হরষে।


অজস্র স্বপ্ন চোখের পাতায় ঝরে যাবে গোধূলি লগনে
ফেলে আসা জীবনের সরু পথের কষ্ট গুলি উঁকি দেয়
একটু একটু করে হাতের মুঠোয়,চোখের তারা বিবর্ণ
আস্তে আস্তে জীবনের ব্যস্ততা কোলাহলের দ্বার ভেঙ্গে
শান্ত হতে চায় বালিশের আলতো ছোঁয়ায়।


পরিপাটি পরিত্যক্ত দালানের এক উজ্বল কক্ষে
জোড়া তালি দেয়া বস্ত্রের আড়ালে হাসে মন
নিভৃতে খুঁজি হারানো দিনের স্মৃতির আলাপন
এক জীবনের কবিতা শেষ হবে শিরোনামহীন
নিভে যাবে আশার প্রদীপ হবে বিলীন।


জীবনের সব পাতা ঝরে যাবে চৈত্রের দহনের প্রবাহে
হাসির আড়ালে আজ কেঁদে চলেছি আনমনে একাকী
সবাই চেয়ে চেয়ে দেখবে হয়ত আনন্দ উৎসবে হাসবে
দাঁড়িয়ে রইবে অনেকেই হাতে নিয়ে ঝরা ফুলের মালা
চেয়ে দেখো ঘনিয়ে এলো শেষ বিদায়ের পালা।
____________
২১/০৩/১৬..এথেন্স,গ্রীস