তোমার মনের কাঁটা বেশি দ্রুত চলছে এখন
সময়ের প্রভাব ফেলে যায় চোখের কোনায়
নির্ঘুম রাতের পাখিরা আজ গভীর নিদ্রায়।


নির্বাক করে দেওয়া চোখের চাহনিতে
আজও দেখি আগামী দিনের স্বপ্ন মাখা
তোমার আঁচলের ফুল হয়তো ঝরছে
এক এক করে হৃদয়ের আঙ্গিনায়।


জেগে আছি আমি সময়ের ব্যবধানে
আমিও একা নই আমার চারিপাশে
একাকিত্বে পরিপূর্ণ কিছু বিবর্ণ সময়
চাঁদ থেকে খসে পড়ে গুড়ি গুড়ি জ্যোৎস্না
শরতের শেষ পাতা ঝরার শব্দ নিভৃত আঁধারে
সব মিলিয়ে অনেক শুখেই আছি আমি।


তুমি পাশে থাকলে একাকিত্বে স্বাদ পেতাম না
তোমার হাসিতে মুগ্ধ হতো আমার চোখ, হৃদয়
এখন চাঁদের হাসি দেখে মুগ্ধ হই একা
আমাদের মাঝে শুধুই সময়ের ব্যবধান।
____________
২৩/০৩/১৬..এথেন্স,গ্রীস