আমি লিখেছি অনেক কবিতা লিখেছি কত ছন্দ
তাই নিয়ে বৌ এর সাথে আমার হয় অনেক দ্বন্দ্ব
তার অভিযোগ বাসিনা তাকে ভালো আগের মত
এই নিয়ে তার মনে ক্ষোভ ও প্রাণে দুঃখ শত শত।


তার কথা আমি তাকে রেখেছি শুধুই কাপড় ভাতে
প্রেম ভালবাসা আদর সোহাগ সবই কবিতার সাথে
অভিমান করে বলে মাঝে মাঝে যাব বাপের বাড়ি
আসব না আর কখনো ফিরে তোমার সাথে আড়ি।


হেসে বলি আমি শোন, তুমি যদি যাও বাপের বাড়ি
কে কিনে দেবে গহনা চুড়ি আর দামী দামী শাড়ি
রেগে গিয়ে আরো রক্তিম গাল ভিজিয়ে চোখের জলে
গোছগাছ করে সকল কাপড় গহনা চলে যাবার ছলে।


গাড়ি করে দিয়ে এসো আমায় আমি কিন্তু কঠিন নারী
থাক তোমার কবিতা নিয়ে আমি গেলাম বাপের বাড়ি
হাসিয়া কহিলাম শোন জান তাতে শান্তি বজায় রইবে
গরবো সংসার কবিতার সাথে সেটা কি তোমার সইবে।


কাজল চোখে কহিল কাঁদিয়া বলতো কবিতা আবার কে
হাসিয়া কহিলাম ওই সেই মেয়ে আমায় ভালবাসতো যে
আধো কাঁদা চোখে জড়াইয়া কহিল রহিবো তোমার সাথে
কবিতা ও থাকবে আমাদের সাথে তোমার আমার পাশে
___________
০২/০৪/১৬..এথেন্স,গ্রীস