একটু মুক্ত বাতাস চাই
যে বাতাসে নেই কোন ধর্ষিতার কান্না
থাকবে না মায়ের, বোনের আহাজারি
কোন সন্তান হারানো অশ্রুর বন্যা ,
জলে ভেজা পিতার মলিন আঁখি,
গুম হয়ে যাওয়া গলিত লাশের দুর্গন্ধ,
বারূদ মেশানো ধোঁয়ার ঝাঁঝালো তীব্র গন্ধে
ভারি হবে না বাংলার আকাশ বাতাস ।


একটু সোনালী বাতাস চাই
যে বাতাসে নেই নিঃস্বদের আর্তনাদ
ঘৃণা অবহেলা জড়ান করুণ দৃষ্টি
স্বার্থের বেড়াজালে আবদ্ধ হাহাকার
ধর্মের নামে ধর্মান্ধতার যুদ্ধ মুক্ত
রক্ষার আরালে ষড়যন্ত্রের ভীর ।


একটু পবিত্র বাতাস চাই
নিষ্ঠ প্রেমের পবিত্র সুগন্ধে মুখরিত বাতাস
ভাই ভাইয়ের আলিঙ্গনের ভালবাসা
মানবতা উম্মাদনার উদেস্টা সমাজ
সৃজন আলোয় আলোকিত আকাশ
আমি চাই এমন বাতাস ।
____________
০৯/০৪/১৬..এথেন্স,গ্রীস