নববর্ষে ধরেছে বায়না দিতে হবে লাল শাড়ি
আর দিতে হবে দু'হাত ভরে পরিয়ে বাসন্তী চুড়ি ।


দিতে হবে কিনে চকলেট আর খোঁপার হলুদ ফুল
কপালের টিপ চোখের কাজল হলদে কানের দুল ।


হাত ধরে ঘুরে বেড়াব দু'জন মিলে মনের সুখে
আমি আছি পড়ে প্রবাসে তাই তার বিষণ্ণতা মুখে ।


সব আনন্দে বঞ্চিত হয় তার তীব্র অভিযোগে
হাসিমুখে শুনি অনেক কথা কষ্ট শোকের আবেগে ।


সে অনেক ভালবেসে বলে “আসবে তুমি কবে”
কথার জালে জড়িয়ে তাকে বুঝাই নানান ভাবে ।


নববর্ষ এসেছে আনন্দ কর সবার সাথে দেশে
আমিও আছি তোমাদের মাঝে হৃদয়ের পাশে ।


ফেলে আসা ভুল ভ্রান্তি গুটিয়ে শূন্যের হালখাতায়
নব বর্ষের সূর্যে নব সুখের আবির্ভাব আঙ্গিনায় ।


খুশিতে দুলে উঠুক মন দুলে উঠুক হৃদয় দ্বারে
বৈশাখ এলো ফিরে আবার অনেক দিবস পরে ।


কত আনন্দের ছড়াছড়ি কত খুশির উৎযাপন
বর্ষ বরণ কর তোমরা করে নানান আয়োজন ।
---------------------
১৩/১৪/১৬..এথেন্স গ্রীস