কে তুমি কি খোঁজ আকাশ পাতাল মাঝে
পাহাড় অরণ্যে মরুভূমির তৃষ্ণিত বুকে
বুকের মানিক বুকে লুকিয়ে কেন খোঁজ দ্বারে দ্বারে
কি লাভ খুঁজে কোন আদিম ইতিহাস বারে বারে।


তুমি কি সৃষ্টির রহস্য খোঁজ পাতার ছায়ায়
অলি গুঞ্জনের মানে খোঁজ ফুলের সুগন্ধে
খোঁজ পাখির কলতানের ভাষা শুভ্র প্রভাত আনন্দে।


তুমি কি স্রষ্টাকে খোঁজ ?
না সৃষ্টিকে অবিরাম ?
যদি সৃষ্টিকে দেখতে চাও চেয়ে দেখো অথৈ সাগরে
ফুলের স্নিগ্ধতায়, বৃষ্টির ফোঁটার সৌরভে
ক্ষেতের বপন বীজে, উত্তেজনার শুক্রকীটে
মায়ের গর্ভের গভীরে সৃষ্টি পাবে খুঁজে তাকে
বিরামহীন অভিযানে কেন মরছ ঘুরে ঘুরে।


আর স্রষ্টা সে তো বিরাজমান সর্বদা নিরস্তরে
তোমার অস্তিত্বে, নিঃশ্বাসের গভীরে
শিরায় উপশিরায়, হৃদয়ের স্পন্দনে
মানুষের ভালবাসার আড়ালে
যেখানে সৃষ্টি সেখানেই স্রষ্টার আবির্ভাব ।


তাকে খুঁজে পাবে না মসজিদে, মন্দিরে, গির্জায়
দেবালয়ের গাঁজার কলকিতে,
মাজারের উন্মাদ নৃত্যে
যাজকের উচ্ছলিত শরাবে।


তাকে খুঁজে দেখ, তোমার শরীর ভাঁজের সেজদায়
স্রষ্টার অস্তিত্ব আলোকিত হৃদয় গহ্বরে।
তাঁরে বিনিময় দাও কৃতজ্ঞতায় নত শিরে
একান্ত আপন করে নিঃস্বার্থ ভাবে মহত্ত্ব স্বীকারে
দীর্ঘ প্রতীক্ষার নীরব অবসানে।
____________
১৫/০৪/১৬..এথেন্স,গ্রীস