জন্ম থেকে মৃত্যুর মাঝে বিরহ আসবেই
এটাই সংসারের গোপন জালের রহস্য
প্রেমের অন্ধকার ঝড়ে ভেঙ্গেছে না হয় এক স্বপ্ন
তাই বলে পাখিরা কি গাইবে না গান কাননে
সৌরভ ছড়াবে না নামহীন ফুল বাতাসে।


অতীত কখনই ফিরে আসে না
জীবনটা শুধুই আজ ঐ আগামী এক স্বপ্নের নাম
তুমি আবার জাগাও তৃষ্ণা মনের গভীরে
নতুন করে আঁকো স্বপ্নিল স্বপ্ন চোখের পাতায়
আবার পদার্পণ কর জীবন পথে নব অঙ্গিকারে।


এভাবে দিও না জীবনকে ঘৃণা অবহেলা লাঞ্ছনা
আজও আছে সুন্দর ভবিষ্যত উদ্ধাহু বাড়িয়ে
চেয়ে দেখো দাঁড়িয়ে আছে চিরন্তন হাসি হেসে।


নির্মল বাতাস সুনীল আকাশ বুক ভরা মধুহাসি নিয়ে
তোমায় ডাকে এক সুন্দর স্বর্গ স্বপ্নের হাতছানিতে
আঁধার নিরুদ্দেশ হয়েছে তারকা মেলায়
স্বাগতম জানায় জোনাকি হয়ে ভোরের পাখির কলতানে।


ধবল ডানা মেলে উড়ে চল স্বপ্ন ঘুড়ির গগনে
উত্তাপ হৃদয় নিয়ে ফিরে এসো জড়িয়ে বিপন্ন মাধবী
তুমি নও অশরীরী, নও পাথর মানবী।
____________
১৬/০৪/১৬..এথেন্স,গ্রীস