অপেক্ষায় ছুঁয়ে যাওয়া স্বপ্নগুলো অাজ
নীল আকাশে ভাসে মেঘের ভেলায়,
মনের আঙ্গিনায় ছড়ানো ছিল অনেক আশা
চির তৃষ্ণিত চোখে ধূসর পথের দৃষ্টিতে
অতীতের কোন অলস বিকেলে।


ঘনিয়ে আসা সন্ধ্যার বিদীর্ণ গোধূলিতে
নীড় হারা দু'টি পাখি এখনও
খুঁজে বেড়ায় ক্লান্তিহীন ঠিকানা ।


মন আমার পরে থাকে একাকী
নির্বোধে অমলিন প্রার্থনায়
হৃদয় কাঁদে দীর্ঘ অপেক্ষার নিষ্ফলা সমাপ্তি বেলায়
তুমিহীন একাকীত্বের ফরিয়াদে।


আজ কোথাও একটি চিহ্ন অবশিষ্ট নেই,
ঘুমন্ত চোখের নিস্তব্ধতায় টেনে আনি
নিষ্কলক প্রেমের যবনিকা ।


নিষ্প্রাণ লেখাই ছিলো সিক্ত প্রেমের বাঁকে
আর ছিল লেখা বুকফাটা অভিমান
আর ব্যার্থতার করুণ ইতিহাস।


এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে ধীরে
আমি তোমাকে করবো অনুভব মনের গভীরে
তোমার মাধুরীতে আমার সব স্নিগ্ধ রজনী কাটবে।
____________
২০/০৪/১৬..এথেন্স,গ্রীস