নীল আকাশ তুমি আমার স্পর্শের বাহিরে কেন
কেন দু'হাত বাড়িয়ে ছুঁতে পারি না তোমায়,
আমি চাই তোমার হৃদয়ের গভীর থেকে
কিছু মিষ্টি আবির এনে জড়াবো প্রিয়ার আঁচলে।


তোমার বুকে ভেসে থাকা
শুভ্র পাখির একটি পালক দাও,
আমি রংতুলি বানিয়ে আকঁবো প্রিয়ার ছবি
হৃদয়ের ক্যানভাসে মনের মাধুরী ঢেলে।


তুমি বলেছিলে বাতাসের কানেকানে একবার
রক্তিম সন্ধ্যায় যখন ঘনাবে আঁধার
জ্যোৎস্না ভেজা মালা নিয়ে আসবে প্রেয়সী
নিভৃত জানালার আড়ালে চুপি চুপি ।


কেটে গেল কত নবমী সন্ধ্যা একাকী
অক্লান্ত অপেক্ষা নিয়ে চোখের পাতায় নীরবে
একা একা অনেক কিছুই ভেবেছি তোমায় নিয়ে
বাতাসের স্পর্শে তোমায় অনুভবে ।


আমি নিজেই শূন্যে মিলিয়ে যাই ধীরে ধীরে
আর কত থাকবো প্রিয়ার প্রতীক্ষায়
আমায় ভেজা চোখের জলে ভেসে ।
____________
২১/০৪/১৬..এথেন্স গ্রীস