স্বপ্নের মত কিছু কিছু সুখ খোঁজার জন্য
বন্ধ ঘরের জানালা দিয়ে বাহিরে তাকিয়ে থাকি
ঘরে একটি মাত্র জানালা যা দিয়ে
বাহিরের সব কিছু দেখা যায়।


মাঝে মাঝে সেখানে দাঁড়িয়ে থাকে
টিয়ে রঙের এক পাখি অকথিত একাকী
তখন মনে হয় জানালার ফাঁক দিয়ে  
ভিতরে তাকিয়ে থাকে কার যেন দুটি চোখ
শুক্ল পক্ষের জ্যোৎস্নায় ধোয়া শুভ্র তার মুখ।


সেই পাখিটি হয়ত হতে পারে কোন অশরীরী নারী
টিয়ে রঙের সবুজ শাড়ী পরে দাঁড়িয়ে থাকে
অনেক ক্ষণ জানালার কার্নিশ ধরে অপেক্ষায়
স্বপ্নের মত কিছু কিছু সুখ শুভ্র বাসনা
সবুজের মত কিছু প্রেম
দিতে চায় সে বিলিয়ে আনমনে।

কার্নিশে দাঁড়িয়ে থাকা পাখিটি কি কোন নারী
অস্পষ্ট চিত্র ছায়া যেন আলো আঁধারী
সমস্ত শরীর জুড়ে থাকে বিকেলের আধো শূন্যতা
অনেক কিছু বলতে চায় আমায় ইশারায়।


হঠাৎ পাখিটি উড়ে যায় দূরে শালবনে
মনে হয় এখানেই দাঁড়িয়েছিল
সবুজ শাড়ী পরে সেই নারী আনমনে
তার পর একদিন ধীরে ধীরে একে একে
খুলে ফেলে সে শরীরের সব আবরণ
স্বপ্নের মত কিছু কিছু সুখ দিতে চায় উজাড় করে
আমায় সে করতে চায় আপন।


হঠাৎ মনের ভিতরে মৃদু আলো জ্বলে উঠতেই
জানালায় দাঁড়ানো প্রেম স্বপ্নের মত সুখ  
হারিয়ে যায় নিমিষেই
আমি বসে থাকি একা শুধুই একা
সেই স্বপ্ন নেই সুখও নেই ।
________________
২৪/০৪/১৬..এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®