বিশ বছর ধরে দেখছি নিবিষ্ট মনে প্রতীক্ষা
প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে ভাবি
আজ বুঝি শেষ দিন জীবনের।
কেউ পাশে নেই শুধু আয়নায় প্রতিচ্ছবি সামনে
আমি আমাকে চিনতে পারিনি আজো
দিন দিন বড় নিষ্ঠুর হৃদয়হীন হয়ে যাচ্ছি।


মাঝে মাঝে আয়নার সমনে দাঁড়িয়ে
এক বিষণ্ণ হাসি হেসে যাই নিজ মনে
সময় বড়ই নির্দয় সব মুছে দিয়ে যায় নিজ প্রবাহে ।


আজ আমার চারিপাশে শুধুই নিয়তির ধোঁয়া
জীবনের খেলাঘরে আমি একাই খেলে যাই
জিতেই চলেছি প্রতিনিয়ত হয়ত হারবো একদিন ।


ঘড়ির কাঁটা জানিয়ে যায় এক মধুর ছন্দে
নেই বাকি বিকেলের ঢলন্ত রোদের হাতছানি ভাসে।
সেই বিকেল যার জন্য কতো যুগ অপেক্ষায় আছি
সময় গুনবো বলে ঘড়িতে অধীরতা জাগিয়ে
রোজ সকালে উঠিবার আগে ...........।
________________
২৬/০৪/১৬..........এথেন্স,গ্রীস