নীলাভ তারা দু’টি জ্বলজ্বল করছে বাসন্তি ফুলের সুবাসে
করবী কলি ছুঁয়ে ছুঁয়ে যায় ঝিরি ঝিরি হাওয়ার কলতান
মালতির গন্ধ মেখে পূবাকাশে পূর্ণিমার চাঁদ উঁকি দেয়
সন্ধ্যার আকাশে পান্থ পাখিরা উড়ে আসে আপন স্বর্গে
তোমার বুকের গভীর প্রেমের সাথে নিবিড় কিছু সময়,
আপনা আপনিই সমর্পিত একে অন্যের আত্মার গভীরে  
তোমার জন্য সাজিয়ে রেখেছি অশোক ফুলের সজ্জিত রাত
উপহার দিব তোমায় নবান্নের উৎসব কামনার দৃষ্টি।


এসো আবীর মেখে ফুল ফুটিয়ে আমার হৃদয় সজ্জায়
তোমার ঠোঁটে লিখে দিব পরিতৃপ্ত প্রেমের যবনিকা,
নীরব রোদনে ঘুরেছি দ্বারে দ্বারে প্রেমের প্রদীপ জ্বেলে,
শান্তি দিলে প্রাপ্তি দিলে প্রেম দিবসরাতে প্রীতি ঢেলে
খুলে বন্ধ দুয়ার হৃদয় মেলে মুগ্ধ কুহেলিকার স্বরে
ভোরের আলোতে আসুক জ্যোতি মনের অন্ধকারে
সুরে সুরে ঝড়ুক বাদল ফুল ছাড়িয়ে আমার ভুবন
সেজে পলাশ দখিনা সমীরণে ফাগুনের হৃদয় দুলিয়ে।


মনমোহনী সেই পাখীর ডাকে হারাব কোন্‌ সবুজ বসন্তে
সুখ বাসর সাজাব তোমায় নিয়ে লাল শাড়িতে সাজিয়ে
হাসিতে ভোঁমর ঈর্ষা করে কাজল দেবে তোমার চোখেতে
হৃদয় তোমার ভরে দিব অসীম প্রেমের মুগ্ধ অঞ্জলিতে
বিমোহন বাসরে রূপালী আলোর এই অভিসারী ক্ষণে
এসো নাহ্, এবার বসে মুখোমুখি ভালবাসি আনমনে
তোমারি প্রেমের নিবিড় ধারায় সিক্ত করবো জীবন
স্মরণে মরণে পাশে থেকো আমার প্রেয়সী জনম জনম।
______________
৩০/০৪/১৬.....এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®