এখন রাতে বেশ অবসর থাকি
অনেক শূন্যতা বিরাজ করছে মনে
নিজের সাথে অনেক কথা বলি আনমনে
যখন গভীর হয় কথোপকথন
ইচ্ছে করে বলি বন্ধু হবে আগের মতন
সব কিছু ভুলে আবার নতুন করে।


তাহলে এসো মেঘের চাদর গায়ে দিয়ে
এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় আবেশে
এসো চোখে কাজল মেখে
অনেক কথা জমিয়ে রেখেছি ঠোঁটে।


সময়ের কাছে কোন অভিযোগ নেই অাজ
অপেক্ষায় ছুঁয়ে যাওয়া স্বপ্নের মাঝে
কিছু প্রেম অখণ্ডতা নিয়ে নির্বাক থাকে
পড়ন্ত বিকালের বিবর্ণ গোধূলিতে।


মনের অজান্তে দুঃখ আসে ঘরের দুয়ারে
তখন নিজেকে অনেক অসহায় মনে হয়
নিজের অজান্তে তারার পানে চেয়ে বলি
কখন আঁধার এসে ডেকে নিয়ে যাবে
রাতের নীল তারা ভরা আকাশে
জীবন থেকে পালিয়ে নয় হারিয়ে নয়
সবুজের গন্ধ মেখে জীবনে আবার
এসো বন্ধু হব আগের মতন।
_______________
০১/০৫/১৬.....এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®