ভূমিষ্ঠ হলাম ধরণীর বুকে বিবস্ত্র ও খালি হাত
ছিলাম শুধুই মানব সন্তান ছিল না কোন জাত
ডান কানে আজান দিয়ে বাম কানে দিয়ে তাকবির
বুঝিয়ে দিলেন মুসলিম আমি ইসলাম আমার নীড়
শৈশব কাটল ধীরে ধীরে নিয়ে অনেক দ্বীনের শিক্ষা
পৃথিবীর বুকে দাঁড়ালাম আমি নিয়ে শিক্ষার দীক্ষা।


শিক্ষায় ন্যায় অন্যায়ের কথা পড়েছি অনেক কিছু
বাস্তব জীবনে তাঁকে রাখলাম তুলে ভেবে তাহা মিছু
পাপ পুণ্যের হিসাবের খাতা বন্ধ করে নির্দ্বিধায়
এগিয়ে চললাম ধীরে ধীরে মর্যাদা ঐশ্বর্যের নেশায়
প্রাচুর্যের পাহাড় গড়েছি কত অর্থ আছে ভূড়ি ভূড়ি
ছেলে মেয়ে হয়েছে নষ্ট এই যুগের বিপাকে ঘুরি।


চেনা হলো না পথের সাথী না চিনলাম আপন পর
স্বার্থের জালে আটকা পরছি নেই কোন বাধ বিচার
আত্মসাৎ করে অন্যের পাওনা নিজের ব্যাঙ্ক ভরি
কত গড়লাম প্রাসাদ বাড়ি গরীবের ধন করি চুরি
একদিন গেলাম জানাযায় তখন দেখি অবাক হয়ে
সব কিছু ছেড়ে শূন্য হাতে যাচ্ছে সে ঐ পরপারে
সবাই করে এটা সেটা আমি ভাবি শুধু মনে মনে,
এত সম্পদ এত ধন নিয়ে সে যাবে কোন খানে?


দামী বিছানা ফেলে বাঁশ চাটাই মাটির বিছানায় শুয়ে
চির নিদ্রায় পরে রবে ধুলো ময়লা কত কি সঙ্গে নিয়ে
সম্পদ গুলি যাবে কি সাথে তা ভেবে তাকাই সবদিকে
বিস্ময়ে দেখি শুধুই সে একা আজ কেউ নেই চারিদিকে
এদিক ওদিকে দেখিনা কোন বাহন যান কিংবা রকেট
চেয়ে দেখলাম ক্লান্ত নয়নে কাফনের ও নাই পকেট।
_______________
০৩/০৫/১৬.........এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®