পথ ধারের মানুষগুলির মাঝে লুকিয়ে আছে
অকৃত্রিম ভালবাসার অপূর্ব নিদর্শন
এরা পথের মানুষ এদের হৃদয় অনেক বড়
এরা খুব অল্পতেই হাসতে জানে
কাঁদে অনেক কষ্টে।


হৃৎপিণ্ড দুঃখে লাল হয়ে গেলেও
কখনো বিষণ্ণতা তাদের মুখে থাকে না
যা থাকে তা হলো কিছু মলিন হাসি।


মাঝে মাঝে আমার ইচ্ছে করে কাছে গিয়ে
ধার নেই কিছু অমূল্য রতন
কিছু তৃপ্তির ঘুম
ক্ষুধার জ্বালা সহ্য করার সুন্দর কৌশল।


কনকনে শীতে প্রবল বর্ষণে
শতছিন্ন পাতার ঘরে এমন কি সুখ লুকানো
যেই সুখ রাজ প্রাসাদকে হার মানায়।


আমার ছুঁয়ে দেখতে  ইচ্ছে করে
পথের ধারে উলঙ্গ শিশুদের নিষ্পাপ হাসি
তেল মসলা বিহীন কুড়ানো শাকসবজি রান্না।


দেখতে সাধ হয় পথের মানুষদের  
পরম তৃপ্তিতে আধপেট খেয়ে
সৃষ্টিকর্তার অসীম কৃতজ্ঞতায় প্রার্থনার সুখ
পথ ধারের মানুষগুলি আসলেই অনন্য।
________________
০৫/০৫/১৬..........এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®