কেটেছে শতাধিক ব্যথা ভরা রাত হাসি মুখে
নিদ্রা হারানো কিছু ইচ্ছে নিয়ে সুখে
অসহ্য যন্ত্রণার দ্বার ভেঙ্গে
আমাকে পেয়ে "মা" দারুণ সুখী ।


দেশ দেশান্তরে অনেক স্বপ্ন ভাঙ্গা দগ্ধ আগুনে
পুড়ে বুকে প্রত্যাশার ক্লান্তি নিয়ে
অফুরন্ত কষ্টের দীর্ঘশ্বাস শরীরে
সব কিছু ভুলিয়ে মায়ার আদরে
যখন মা ছুঁয়ে দিতো আমার কপাল
সেই মধুর স্পর্শের মমতায় আবারো
ক্লান্তহীন জীবন্ত হয়ে উঠতাম পুনরায় ।


শৈশবে সব রূপকথার গল্পরা মায়ের আঁচল
ধরে নেমে আসত ধরণীর বুকে
চন্দ্র নিশিতে চাঁদময় বসে শুনেছি অজস্র বার
মায়ের আঁচল ছায়ায় কাটানো স্মৃতিগুলো
খুব যত্ন করে হৃদয় গহীনে লুকিয়ে রেখেছি আমি ।


আবেগ ও ঠিক আগের মতই আছে এখনো
আজ শুধু মন হয়েছে ভীষণ অভিমানি
আমার এই জীবন চলার পথে
আমি অন্তরের অন্তরাল থেকে একান্ত ভাবে
মায়ের কাছে রইলাম চির ঋণী |
________________
০৮/০৫/১৬..........এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®